ব্রেকিং নিউজ

ভয়াবহ অগ্নিকাণ্ড নিমতলার কাঠের গুদামে

শনিবার সকালে হঠাৎ আগুন লাগে নিমতলার মহর্ষি দেবেন্দ্র রোডে একটি কাঠের গুদামে। মুহূর্তেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৬ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। এখনও পর্যন্ত হতাহতের ও কোনো খবর নেই।

জানা গিয়েছে, শনিবার সকালে হঠাৎই আগুন লাগে ওই কাঠের গুদামটিতে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ওই গুদামে মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে জোড়াবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান।

ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে এলাকায় প্রচুর শ্রমিক বসবাস করেন। তাঁরা গুদামের ভিতরেই রান্না করে খাওয়া দাওয়া করেন। কোনওভাবে সেই রান্নার সময়ই এই আগুন লেগেছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।