ব্রেকিং নিউজ রাজ্য

আসানসোল মুন্সি বাজারে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

আসানসোলের মুন্সি বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

যদিও স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হলেও সাথে সাথে দমকলের ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনের গ্রাসে দোকানের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।