ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জ্বালানি তেলের ডিপোয় ভয়াবহ আগুন। জানা গিয়েছে, পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। গুরুতর আহত ৫০ জনেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সূত্রের খবর,মৃত ১৭ জনের মধ্যে দু’টি শিশুও রয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে,শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে দেশের অন্যতম বড় জ্বালানি ডিপোয়। যে ডিপোয় আগুন লেগেছে সেটি ইন্দোনেশিয়ার সরকারি পেট্রোলিয়াম সংস্থা পের্তামিনার অধীনস্থ। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় তেলের ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ হয় এবং আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। প্রায় ১০ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী ,দমকলের ৫২টি জাম্বো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যেই কয়েকশো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।