ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। আর এই বিস্ফোরণের জেরেই প্রাণ গেল ১৫ জন পড়ুয়ার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত আরও ২৭ জন পড়ুয়া।
সূত্রের খবর, বুধবার উত্তর আফগানিস্তানের সামানগাম প্রদেশের আয়বাক শহরের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই বিস্ফোরণের ঘটনা স্বীকার করে নিয়েছেন আফগানিস্তানের অন্তর্দেশীয় মন্ত্রী আবদুল নফি তাকোর। তবে এটি আত্মঘাতী হামলা নাকি অন্য কোনওভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখে হচ্ছে।
বিস্ফোরণের নেপথ্যে আইএসআইএস জঙ্গিদের হাত থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। এদিকে পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। এর মধ্যেই সামনে এল আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা।
তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর আফগানদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে। কিছুদিন আগেও কাবুলের একটি মসজিদ-এ প্রার্থনার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যার জেরে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৬৫ জন। এমনকী মসজিদের ইমামেরও প্রাণ গিয়েছিল। যদিও বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।