বুধবার সকালে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম আফগানিস্তানে বুধবার তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে গত শনিবার সকালেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তান। তারপর সকাল থেকে রাত পর্যন্ত ৭ বার আফটার শক হয়।
ভূমিকম্পের উৎসস্থল ছিল আফিগানিস্তানের ওই এলাকার সবথেকে বড় শহর হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এদিন প্রথম কম্পন অনুভূত হয় দুপুর ১২ টা ১১মিনিট নাগাদ। সেসময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। এরপর দুপুর ১২ টা ৪২ নাগাদ দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা ছিল ৬.২। এরপর আরও পাঁচবার কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হওয়া মাত্রই বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। বেশকিছু এলাকায় ভূমিধসেরও খবর পাওয়া গিয়েছে। দু’হাজারেরও বেশি বাড়িঘর ভেঙে পড়েছে। ২০টিরও বেশি গ্রাম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে।
প্রথমে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। কিন্তু সময় যত পেরোতে থাকেই ততই মৃতের সংখ্যা বাড়তে থাকে। ভয়াবহ এই ভূমিকম্পের পরই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় সংস্থা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত ২০০০-রও বেশি। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের তরফে ইতিমধ্যেই মৃত ও আহতদের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এমনকী আমেরিকার তরফে ৫ মিলিয়ন ডলারের মানবিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।