মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। মধ্য বঙ্গোপসাগরে এসে রিকার্ভ করবে এই গভীর নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। সোমবার ঘূর্ণিঝড় ‘হামুন’ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বলে জানিয়ে দিয়েছে মৌসম ভবন।
বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে। যদিও অতি গভীর নিম্নচাপ রূপে বাংলাদেশেই যাবে, মত আবহাওয়াবিদদের। পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
নবমীর দিন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর গতিপথ পরিবর্তন করবে। আপাতত এই সিস্টেম উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। উত্তর-পশ্চিম দিক ছেড়ে এটি ক্রমশ বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এগোবে। ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে।