বৃহস্পতিবার গভীর রাতে উদয়পুর শহরে হঠাৎ হালকা ঝড় ও ব্যাপক বৃষ্টির ফলে বাড়ি ঘর সহ গাছপালা ভেঙে পড়ল। টেপানিয়া ইকো পার্কে ব্যাপক হারে গাছ ভেঙে পড়ে। উদয়পুর ভাঙ্গারপাড়ে কয়েকটি বাড়ির টিনের ছাওনি উড়ে যায়। ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। ফলে পানীয় জল পরিষেবা বিঘ্নিত হয়েছে উদয়পুর শহরের বিভিন্ন এলাকায়।
এই ঝড়ে বড়জলায় একটি অঙ্গনওয়াড়ি সেন্টাররের শৌচালয়ের ওপর গাছ ভেঙে পড়ে। বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ব্যাপক ক্ষতি হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারের, জানান অঙ্গনওয়াড়ি সেন্টারের সহায়িকা মল্লিকা দেব।
গত ২৭ ফেব্রুয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার হাত ধরে উদয়পুর শহরে প্রায় ছয় কোটি টাকার বেশি ব্যয় করে জগন্নাথ দীঘির সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন হয়। লাগানো হয় সুদৃশ্য লাইট। পাশাপাশি দীঘির চারপাশে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু ঝড় এবং বৃষ্টির ফলে জগন্নাথ দীঘির লাইটের খুঁটিগুলো মাটি থেকে আলাদা হয়ে পড়ে। চূড়ান্ত বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা।