বিনোদন

হার্দিক-নাতাশার ঘরে জন্ম নিল পুত্রসন্তান

ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিকের ঘর আলো করে জন্ম হয়েছে তাদের পুত্রসন্তানের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হার্দিক একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। হার্দিকের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, তিনি নবজাতকের ছোট হাতটি ধরে রয়েছেন।

গত ৩১ মে প্রথম সন্তানকে স্বাগত জানানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন নাতাশা-হার্দিক। দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর এ বছরের শুরুতে বাগদানের কাজটি সম্পন্ন করেন নাতাশা স্ট্যানকোভিক ও ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।