প্রায় অর্ধশতাব্দী পর জেগে উঠেছে আগ্নেয়গিরি। চার সপ্তাহ পেরিয়ে গেলেও হঠাৎ জেগে ওঠা স্পেনের ক্যানারি দ্বীপের লাভা উদগীরণ থামার কোনও লক্ষণই নেই। ১৯৭১ সালে শেষ জেগে উঠেছিল এই আগ্নেয়গিরি। পাঁচ দশক পেরিয়ে ঘুমিয়ে এখন ভয়ংকর রূপ ধারণ করেছে স্পেনের ক্যানারি আইল্যান্ডের আগ্নেয়গিরি।
অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র স্পেনের ক্যানারি দ্বীপ। কিন্তু সেখানেই এখন আতঙ্কের পরিবেশ। অগ্ন্যুৎপাতের প্রকোপে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন প্রশাসন। এরই মধ্যে প্রায় ১ হাজার ৮০০ বাড়ি চলে গিয়েছে আগুনের গ্রাসে। ঘরছাড়া প্রায় ৭ হাজার মানুষ। কিন্তু প্রকৃতির রোষানল থামার কোনও লক্ষণই নেই। রবিবার আগ্নেয়গিরি থেকে ভেসে আসা ছাইয়ের প্রকোপে লা পালমা বিমানবন্দরের ৩৮টি উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। বিমানবন্দরে বিপর্যন্ত পরিষেবা।
গত ১৯ সেপ্টেম্বর হঠাৎ শুরু হয় লাভা উদগীরণ। সশব্দে মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে থাকে জলন্ত লাভাস্রোত। এই দৃশ্য দেখে কার্যত আতঙ্কিত হয়ে যান আশেপাশের বাসিন্দারা। খালি করে দেওয়া হতে থাকে গ্রামের পর গ্রাম। পরিস্থিতি সরেজমিনে দেখতে আসেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি জানান, বিপর্যয়ের খবর পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। লা পালমার সব বাসিন্দার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং।
You must be logged in to post a comment.