জেলা ব্রেকিং নিউজ

কর্মরত অবস্থায় রেল লাইনে দুর্ঘটনায় মৃত্যু রেল কর্মীর

পূর্ব রেলের হাওড়া কারশেডের দুর্ঘটনার পর এবার দক্ষিণ পূর্ব রেলে ঘটলো দুর্ঘটনা। শনিবার দিন হাওড়ার সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কাজ করার সময় ঘটে এই বিপত্তি | কর্মরত অবস্থায় পা পিছলে দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকার নিচে ঢুকে যায় ইয়ার্ডের এক রেল কর্মী। ওই কর্মী রেলের নিচে থাকাকালীন আচমকাই হ ট্রেনটি সামনে গড়িয়ে যায়। রেলের চাকাতেই পিষ্ট হন কর্তব্যরত কর্মী আফরাহীন খান। ঘটনাস্থলেই প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হয়ে দক্ষিণ পূর্ব রেলের কর্মী আফরাহীন খানের দেহ।এরপরই তড়িঘড়ি করে ওই জখম কর্মীকে সাঁতরাগাছি রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অত্যাধিক রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে ওই কর্মীর বলেই অভিমত চিকিৎসকদের। শনিবারের এই দুর্ঘটনার দরুন ব্যাপক শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পরে দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি রেল ইয়ার্ডে।

দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে তার পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। মৃত কর্মীর দেহ রেলের নিয়ম অনুযায়ী ওই কর্মীর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলেই দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর।

উল্লেখ্য গত মাসের ১১ তারিখ হাওড়া কারশেডে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল এক রেল কর্মীর।