জেলা

বিন্নাগুড়ি চা বাগানে পাইথন, আতঙ্ক

উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে বন্য জন্তু ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। চোরা শিকারিদের উৎপাত এবং জঙ্গলের কাঠ কেটে পাচারের জন্য বন্য জন্তুদের খাবার খুঁজতে লোকালয়ে আসতে হচ্ছে। এবার বিন্নাগুড়ি চা বাগানের Tea Testing Room-এ একটি বিশালাকার পাইথন দেখতে পান বাগানের কর্মীরা। স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই চা বাগানে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন কর্মীরা। খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা ছুটে আসেন বিন্নাগুড়ি চা বাগানে। ঘন্টাখানেকের চেষ্টায় পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা।

বিন্নাগুড়ি চা বাগানের সহকারী ম্যানেজার সন্তোষ মাহাতো বলেন,”এর আগে বহুবার চা বাগানের নালা থেকে পাইথন উদ্ধারের ঘটনা ঘটেছে। কিন্তু একেবারে অফিসের ভেতরে পাইথন ঢুকে পড়ার ঘটনা এই প্রথম।”

রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন পাইথনটির প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে তার স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে।