দেশ ব্রেকিং নিউজ

সংসদে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

সংসদে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূলচক্রী ললিত ঝা! এবার এই ঘটনার জেরে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার শীর্ষ আদালতে মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। গোটা ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র আছে কি না, তা নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখার আর্জি জানানো হল।

মামলাকারীর প্রশ্ন, দেশের সংসদ এবং জনপ্রতিনিধি সাংসদদের নিরাপত্তাই যেখানে লঙ্ঘন হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তাঁর আর্জি, গত ১৩ ডিসেম্বর সংসদ হানার গোটা ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। তাই তা খতিয়ে দেখা হোক।