ব্রেকিং নিউজ রাজ্য

আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সপাটে চড় এক বিক্ষোভকারীর

আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সপাটে চড় মারলেন এক বিক্ষোভকারী। আদালত চত্বরে এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে নিজাম প্যালেস থেকে আলিপুরের বিশেষ আদালতে নিয়ে যাওয়ার সময়ে সন্দীপ ঘোষের গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান ওঠে। আদালত চত্বরেও তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়।

সিবিআই আধিকারিকরা নির্দিষ্ট সময়ই সন্দীপ ঘোষকে আদালতে হাজির করান। বাইরে চলতে থাকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ। আদালত থেকে তাঁকে বের করে আনার সময়েই এক বিক্ষোভকারী আচমকা সন্দীপকে চড় মারেন। ওই সময়ে তাঁর আশেপাশে নিরাপত্তারক্ষীর সংখ্যা কম ছিল বলে জানা গিয়েছে।

উল্লেখ্য , ১৬ দিন জেরার পর সোমবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তাঁর সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই তিনজন হলেন বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরা। সিবিআই তাদের জন্য ১০ দিনের হেফাজতের আর্জি জানায়। বিচারক সকলকেই ৮ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।