জেলা

অসুস্থ শিল্পীর পাশে নেতা

করোনা পরিস্থিতিতে বাদক শিল্পী শুকদেব দাস গোস্বামীর পাশে জয়পুর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিং দেও। জানা যায়, কয়েকদিন আগে পুরুলিয়ার কোটশিলা থানার আড়কালি গ্রামের বাসিন্দা বাদক শিল্পী শুকদেব দাস গোস্বামী পথ দুর্ঘটনায় আহত হন। তারপর থেকে আর কোনো অনুষ্ঠানে তিনি যোগদান করতে পারেনি এবং অপর দিকে করোনার দ্বিতীয় ঢেউ তাই সব কিছুই বন্ধ। যার ফলে আজ এই বাদক শিল্পী বাড়িতে বসেই আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন।

এমনি পরিস্থিতিতে তাঁর পাশে এসে দাঁড়ালেন জয়পুর বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মী দিব্যজ্যোতি সিং দেও। তিনি তাঁর বাড়ি গিয়ে পরিবারের জন্য খাদ্য সমগ্রিক ও কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন।

বাদক শিল্পী করুন সুরে বলেন,’এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত কেউ পাশে আসেননি, একমাত্র এই মানুষটাই আমার খোঁজ নিয়ে পাশে এসে দাঁড়ালেন। আজ তিনি আমার কাছে ভগবান।

দিব্যজ্যোতি বাবু বলেন,’আমি এই ব্যক্তির পরিস্থিতির খবর পেয়ে আর বাড়িতে বসে না থেকে সাথে সাথে তাঁর বাড়িতে এসে তাঁকে কিছু সাহায্যের ব্যবস্থা করলাম,যাতে কয়েকদিন পরিবারের ভরণ পোষণ চলে। করোনার পরিস্থিতি যদি না কাটে তাহলে পরবর্তী দিনে এসে আবার তাঁর পাশে দাঁড়াবো।’

বিশেষ প্রতিবেদকঃ সোমনাথ রায়, পুরুলিয়া।