জেলা

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন এক পুলিশ কর্মী মা

একসঙ্গে ৩ টি সন্তানের জন্ম দিলেন এক পুলিশ কর্মী মা। খুশি বোলপুরের ঘোষ পরিবার৷ বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান হওয়ার খবর পেয়ে খুশি সেনাকর্মী বাবা৷ চিকিৎসকেরা বলছেন, মা ও তিন সন্তান সুস্থ আছেন, ভালো আছেন।

বোলপুরের মুলুকের বাসিন্দা বিনীতা ঘোষ ও সব্যসাচী ঘোষ। বিনীতা শান্তিনিকেতন থানার পুলিশ কর্মী ও সব্যসাচীবাবু ভারতীয় সেনায় নাগাল্যান্ড সীমান্তে কর্মরত। স্ত্রীর প্রসব হওয়ার কথায় ছুটি নিয়ে এসেছেন তিনি।

সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিনীতা ঘোষ। চিকিৎসক সাকিনা খাতুন প্রসব করান। এদিন সকালে এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দেন তিনি৷ দুই পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান। এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দেওয়ায় খুশির হাওয়া বোলপুরের ঘোষ পরিবারে৷ যদিও, এর আগে বিনীতা ও সব্যসাচীর ৫ বছরের একটি কন্যা সন্তান আছে৷ সব্যসাচীবাবু বলেন, “খুব খুশি আমরা৷ ঈশ্বরের আর্শিবাদে এক সঙ্গে তিনজনকে পেয়েছি৷ পরিবারের সবাই খুব খুশি৷”

বেসরকারি হাসপাতালের কর্নধার চিকিৎসক শ্যামল রক্ষীত বলেন, “এই অপারেশন একটু জটিল৷ তবে অন্তসত্ত্বা মাকে যা যা নিয়ম মেনে চলতে বলা হয়েছিল তাই উনি করেছেন৷ তিন সন্তানই সুস্থ আছে৷ মাও ভালো আছেন৷ আমরা তাও চিকিৎসার মধ্যেই রেখেছি৷”