দেশ ব্রেকিং নিউজ

পাঞ্জাবের মোহালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পার্কিং লট

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা পার্কিং লট। নীচে ছিল একাধিক গাড়ি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গেল সেসব। ভয়ঙ্কর সেই ঘটনার দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালিতে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। মোহালি পুলিশ জানিয়েছে, ভেঙে পড়া ওই পার্কিং লটের পাশে বেশ কিছু অফিস রয়েছে। সেখানকার কর্মীরা ওই পার্কিং লটে দু-চাকার এবং চার-চাকার গাড়ি রাখতেন। এছাড়া সেটির পাশেই একটি নির্মীয়মাণ ভবনের বেসমেন্টে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি বাইক এবং দুটি চার চাকার গাড়ি পার্ক করার জন্য ক্রমশ পার্কিং লটের ভিতরে প্রবেশ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার জেরে একাধিক গাড়ি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। মোহালির ডিএসপি হরসিমরন সিং জানিয়েছেন, ৯-১০টি বাইক এবং খান দুয়েক গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনার পিছনে কারও গাফিলতি দায়ী কিনা তা বোঝার জন্য একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন হরসিমরন। এই ধরনের পার্কিং জোন করার অনুমতি কে দিলো, আদৌও অনুমতি নেওয়া হয়েছিল কিনা, তা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। বেআইন নির্মানের বিরুদ্ধে পাঞ্জাবের ভগবন্ত সিং মান সরকারকে আরও নজরদারি চালানোর জন্য দেওয়া হয়েছে পরামর্শ।