নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন! অভিযোগ, বছর ঊনিশের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে এলাকার একটি জলাভূমি থেকে উদ্ধার হয় নির্যাতিতার মৃতদেহ। রাতেই সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। তবে ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ফুঁসছে জয়নগরের জনগন।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, রাতে মহিষমারি পুলিশ ফাঁড়িতে শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে গিয়েছিলন তাঁরা। সেখানে তাঁদের অভিযোগ নেওয়া হয়নি। বলা হয় জয়নগর থানায় যেতে। তাদের বক্তব্য, রাতে অভিযোগ পাওয়া মাত্র পুলিশ তৎপর হলে শিশুটিকে হয়তো বাঁচানো যেত। কার্যত মেয়ের মৃতদেহ উদ্ধার হতেই পুলিশের বিরুদ্ধে সরব হন পরিবার সহ এলাকার বাসিন্দারা। অবশেষে শনিবার ভোরে জয়নগরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিন সকালে ঘটনাস্থল থেকে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানান, অভিযুক্ত যুবক খুনের অভিযোগ স্বীকার করে নিলেও সে ধর্ষণ করেনি বলে দাবি করছে। কার্যত ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মুখ খুলেছেন জয়নগরের এসপি। তাঁর কথায়, “আমরা রাত ৯টা নাগাদ খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি। কোথা থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল, কে শেষ বার তাকে দেখেছিল, সমস্ত তথ্য সংগ্রহ করে পুলিশ। অপহরণের মামলাও রজু করা হয়। রাতেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। তারপর তিন-চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।”