পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের নিয়োগের পরীক্ষা হবে ২৬শে সেপ্টেম্বর। সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলাতেও বহু যুবক যুবতীরা সেই পরীক্ষায় বসবে। ইতিপূর্বে তাদের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট আসতে শুরু হয়েছে।
পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানা এলাকায় মক টেস্ট নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যাতে মূল পরীক্ষায় পরীক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে কোনোরকম দুশ্চিন্তায় না পড়ে এবং এই পরীক্ষার ভীত কাটাতেই জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানা এলাকায় থানার পুলিশদের সহযোগিতায় মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
গত রবিবারও সারা জেলা জুড়ে মক টেস্ট হয়, আর এই রবিবারও বাদ গেলো না। রবিবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কোভিড বিধি বজায় রেখেই চলল মক টেস্ট। এই মক টেস্টে মাল্টিপল চয়েস ভিত্তিক হয়েছে বলে জানা যায়। এদিন মক টেস্ট দিতে আসা পরীক্ষার্থীরা ভীষণ উপকৃত হয়েছে। এই পরীক্ষার ফলে তাদের মূল পরীক্ষায় বসতে সুবিধাজনক হবে বলে মনে করছে পরীক্ষার্থীরা। এছাড়াও জেলার সাধারণ মানুষ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।