রাজ্য

রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমেছে ফলত, বেড়েছে শীত শীত ভাব। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কালীপুজো এবং ভাইফোঁটার সময় মনোরম আবহাওয়াতেই কাটাবে বাঙালি।সকালে আংশিক কুয়াশা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়েও ১০ ডিগ্রির নিচে নেমেছে পারদ। আগামী কয়েকদিনে আরও পারদ পতনের সম্ভাবনাও রয়েছে। বুধবার থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে যেতে পারে।

কলকাতায় আরও ১ ডিগ্রি নেমেছে রাতের তাপমাত্রা। কলকাতায় আজ সোমবার মূলতঃ পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে। এরকমই পরিবেশ থাকবে আগামী এক সপ্তাহ।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২-৯০ শতাংশ।