লোকালয়ে বিশাল আকৃতির ময়াল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে পুরুলিয়া জেলার মানবাজার ১নং ব্লকের ধানাড়া অঞ্চলের রাঙাম্যেটা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় প্রায় আট ফুট লম্বা সাপ উদ্ধারের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বনগড়া গ্রামের বাসিন্দা সতীশ টুডু জঙ্গলে লাঙ্গল দেওয়ার সময় সাপটিকে দেখতে পান।ঘটনার জানাজানি হতেই সাপ দেখার জন্য ভিড় জমান বাসিন্দারা। এলাকার মানুষজন সাপটিকে ধরে রাস্তায় নিয়ে আসে। পরে তাঁরাই বনদপ্তরে খবর দিলে মানবাজার বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ময়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। মানবাজার বনবিভাগের রেঞ্জার অশোক চক্রবর্তী জানান, “কিছুক্ষন পর্যবেক্ষণের পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সাপটিকে। অতিরিক্ত বৃষ্টির কারণে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিলো ময়ালটি, বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।”
বিশেষ সংবাদদাতাঃ সোমনাথ রায়, পুরুলিয়া