ব্রেকিং নিউজ রাজ্য

নির্বাচন শেষ হতেই রাজ্য পুলিশে বড়সড় রদবদল

লোকসভা নির্বাচন মিটতেই ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। বিজ্ঞপ্তি প্রকাশ করে একসঙ্গে ১২ জন পুলিশ আধিকারিককে বদল করল রাজ্য। রদবদলের বিজ্ঞপ্তিতে রাজ্যের বেশ কয়েকজন দুঁদে পুলিশ অফিসারে নাম রয়েছে। তালিকায় রয়েছেন আইপিএস থেকে ডব্লুবিপিএস আধিকারিকও।

সরানো হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে। তাঁর জায়গায় এসেছেন মুকেশ কুমার। গৌরব শর্মাকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে বিধানচন্দ্র রায়কে বীরভূমের জেলাশাসক পদে নিয়ে আসা হয়েছে। নির্বাচন কমিশন ডব্লুবিসিএস-দের জেলাশাসক পদ থেকে সরিয়ে দিয়েছিল। নির্বাচন কমিশন তাঁর জায়গায় শশাঙ্ক শেঠিকে জেলাশাসক পদে বীরভূমে বহাল করেছিল। এবার বিধানচন্দ্র রায়কে সেই পদে নিয়োগ করা হল। এর আগেও বিধানচন্দ্র রায় বীরভূমের জেলাশাসক পদ সামলেছেন।

এছাড়াও পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার পুলিশ সুপারকেও বদল করা হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার পুলিশ সুপারকে সরিয়েছিল। পুরুলিয়ার আশিস মৌর্য ও পশ্চিম মেদিনীপুরের এস কুলদীপ সুরেশকে বদলি করা হয়েছে।

ফের অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও ধৃতিমান সরকারকে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে আনা হয়েছে। সরানো হয়েছে সুন্দরবনের এসপিকেও। সন্দীপ কাড়্যা ছিলেন এই পুলিশ জেলার পুলিশ সুপার। এবার থেকে সেই পদে এলেন কোটেশ্বর রাও। অন্যদিকে সন্দীপ কাড়্যা যাচ্ছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পদে।