ব্রেকিং নিউজ

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে প্রচুর টাকার হদিশ

আজ ফের টালিগঞ্জের পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে প্রচুর টাকার হদিশ পায় ইডি। বুধবার বিকেলে ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন ইডি’র আধিকারিকরা। ইতিমধ্যেই টাকা গোনার জন্য কাউন্টিং মেশিন সহ ডাকা হয়েছে চার ব্যাংক কর্মীকে। রথতলার ফ্ল্যাটে মোট পাঁচটি টাকা গোনার যন্ত্র আনা হয়েছে। ঘটনায় স্বভাবতই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

তবে কি বেলঘরিয়ার ফ্ল্যাটেও বিপুল পরিমাণ টাকা মজুদ রয়েছে এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। এখন দেখার এইখানে টাকার পরিমাণ কত।