দেশ লিড নিউজ

খানিকটা কমল, দেশের দৈনিক সংক্রমণ

গোটা বিশ্বেই নতুন করেই দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। মারণ ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। দেশের কোভিড আক্রান্তের সংখ্যা একটু কমলেও লাগাতার ঊর্ধ্বমুখী মৃত্যুর হার  নতুন করে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

বৃহস্পতিবার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪জন। দেশের পটিজিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। যা এখনো যথেষ্টই উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৭৩ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ জন।

বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২ লক্ষ ২ হাজার ৪৭২ জন রোগী। যা আগের দিনের থেকে অনেকটাই কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার ৩২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৩৫৭ জন।

রিপোর্ট বলছে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের অবস্থা উন্নতির দিকে। কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের রাজ্যগুলি। রীতিমতো ভয়ে ধরাচ্ছে কেরল, কর্ণাটকের দৈনিক সংক্রমণ।

মহামারীর বিরুদ্ধে লডা়ইয়ে টিকাকরণ চলছে জোরকদমে। ইতিমধ্যে ১৬২.৯২ কোটি দেশবাসী টিকা পেয়েছেন। চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। করোনা রোধ করতে পাশাপাশি বুস্টার ডোজ শুরু হয়েছে।