রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য। ইডি সূত্রে খবর, তার কলকাতার বাড়ি, অফিসে তল্লাশিতে উদ্ধার হল প্রচুর বাংলাদেশি মুদ্রা ।
শংকর আঢ্যর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে সোমবার কলকাতা ও সল্টলেকের ৪ জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ধর্মতলার কাছে মারকুইজ স্ট্রিটে তাঁর ফ্ল্যাট ও অফিসে একটি মুদ্রা বিনিময় কেন্দ্র চলত বলে জানা গিয়েছে। সেই ফ্ল্যাটে তল্লাশি চালানোর জন্য তালা ভেঙে ঢোকে ইডি। তার নিচেই বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা।
সূত্রের খবর, সেই অফিস থেকেই প্রচুর বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছেন তদন্তকারীরা। ভারতীয় টাকায় যা প্রায় ৮ লক্ষের কাছাকাছি। এত বাংলাদেশি মুদ্রা কিভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার সকাল থেকেই ইডি শহরের চার জায়গায় তল্লাশি চালায়। চৌরঙ্গি, মারকুইজ স্ট্রিট, কলিন স্ট্রিটের পাশাপাশি তাঁর হিসাবরক্ষক অরবিন্দ সিংয়ের সল্টলেকের অফিসেও হানা দেয় ইডি।