দেশ ব্রেকিং নিউজ রাজ্য

ডানার তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল

ওড়িশার উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ডানা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে ওড়িশার ভিতরকণিকা, ধামারা এবং ভদ্রক-সহ বিস্তীর্ণ অঞ্চল।

ওড়িশা উপকূলের পাশাপাশি, ডানার প্রভাব দেখা গেছে পশ্চিমবঙ্গের উপকূলেও। ঘূর্ণিঝড়ের তীব্র ঝড়ো হাওয়ায় দিঘা, মন্দারমণি, বকখালি ও ফ্রেজারগঞ্জে ব্যাপক জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। প্রশাসন উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।

তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত এই দুর্যোগ বজায় থাকবে। রবিবার থেকে আবহাওয়া স্থিতিশীল হতে পারে।