জেলা

খালি হাতেই কিং কোবরা উদ্ধার করল ময়নাগুড়ির অমল

প্রায় ১০ ফুট লম্বা ভয়ানক বিষধর একটি কিং কোবরাকে ল্যাজ ধরে হির হির করে টেনে বের করলেন পরিবেশ কর্মী। উদ্ধারের পর বস্তাবন্দী করতে গিয়ে ঘটে গেল আরও এক বিপত্তি। সাপটি বস্তাতেই ছোবল মারলে তাতে আটকে গেল কিং কোবরার বিষ দাঁত। অগত্যা বস্তা সমেত খাঁচায় পুরে গরুমারা অভয়ারণ্যে নিয়ে যাওয়া হল ১০ ফুটের কিং কোবরাটিকে। মঙ্গলবার বিকেলে এক রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী থাকল ময়নাগুড়ির রামশাই এলাকার বাসিন্দারা।

মঙ্গলবার বিকেলে রামশাই রেঞ্জ অফিস সংলগ্ন জুনিয়র হাই স্কুলের মাঠে খেলছিল কয়েকটি শিশু। আচমকাই তাঁরা দেখতে পায় একটি বিশাল আকারের সাপ ফনা উচিয়ে আছে। সঙ্গে সঙ্গেই তাঁরা ছুটে যায় বন বিভাগের রেঞ্জ অফিসে। শিশুদের কাছ থেকে খবর পেয়েই আসেন বনকর্মীরা। কিন্তু ততক্ষণে সাপটি পাশের জঙ্গলে ঢুকে পড়েছে।

এরপর বনকর্মীরা সনাক্ত করেন এটি একটি কিং কোবরা। এরপর তাঁরা এলাকাটিকে ঘিরে দিয়ে খবর দেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে।

খবর পেয়ে টিম নিয়ে সেখানে চলে আসেন নন্দু রায়। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় সাপটিকে খালি হাতে জঙ্গল থেকে টেনে বের করেন অমল রায় নামে এক পরিবেশ কর্মী।

ঘটনায় নন্দু রায় টেলিফোনে জানান, “এটি একটি ফিমেল কিং কোবরা। সাপটিকে উদ্ধার করে আমরা তাকে গরুমারা প্রকৃতিবীক্ষন কেন্দ্রে জমা করেছি। সেখানকার পশু চিকিৎসকরা সাপটির শারিরীক পরীক্ষা করেছেন। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় রাতেই তাঁকে গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই নিয়ে চলতি বছরে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে আমরা ৬টি কিং কোবরা উদ্ধার করলাম।”  ওই পরিবেশ কর্মীর দাবি, অনিয়ন্ত্রিত গাছ কাটা ও চোরা শিকারের জন্য জঙ্গলের পরিবেশ নষ্ট হতে বসেছে। তাই বন্য পশু ও সাপ লোকালয়ে চলে আসছে মাঝেমধ্যেই।