বহু ইতিহাসের সাক্ষী কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম ও ঐতিহ্যমণ্ডিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবার ইচ্ছে হলেই ঘুরে দেখতে পারেন সাধারণ মানুষ। এমনই এক অভিনব পরিকল্পনা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে ছুটির দিনে এই ঐতিহ্যমণ্ডিত ক্যাম্পাস ঘুরেফিরে দেখা যাবে। অনেকটা হেরিটেজ ট্যুরের মতো। বিদেশে এই ধরণের উদ্যোগ আগেই হয়েছে, এবং যা যথেষ্ট জনপ্রিয়। এবার সেই পথে হাঁটতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য শতাব্দী প্রাচীন, জ্ঞানভাণ্ডারও সমৃদ্ধ। তাকে আমরা কেবল নিজেদের চৌহদ্দিতে আটকে রাখতে চাই না। আগ্রহী ও ইচ্ছুক ব্যক্তিদের জন্য তা উন্মুক্ত করে দিতে চাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসের দু’তলায় একটি সংগ্রহশালা রয়েছে। ১৯৩৭ সালে তৈরি প্রাচীন এই সংগ্রহশালার নাম আশুতোষ মিউজিয়াম। এই মিউজিয়াম বিভিন্ন প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক জিনিসে ঠাসা। এখানে চন্দ্রকেতুগড়, বানগড়, নানুর, সুন্দরবন-সহ ভারতের নানা ঐতিহাসিক স্থান থেকে সংগ্রহ করা মূর্তি, ধ্বংসাবশেষ, প্রাচীন মৃৎ সরঞ্জাম, তোরণ, মুদ্রা, শিল্পকর্ম, পুঁথি, পোশাক-আশাক, লোকসঙ্গীত ও প্রাচীন বাদ্যযন্ত্র অতি স্বযত্নে রাখা আছে। এগুলি ঘুরেফিরে দেখা যাবে, জানা যাবে। যেগুলি প্রত্যেকটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। এই মিউজিয়াম আজও অতীত গবেষণায় ভারতীয় উপমহাদেশের গবেষকদের কাছে প্রথম পছন্দ, জানালেন উপাচার্য।
পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রয়েছে বিপুল বইয়ের সম্ভার। ইচ্ছুক বইপ্রেমীরা চাইলে লাইব্রেরির রিডিংরুমে বসে বই পড়তে পারেন। এই ব্যবস্থাও করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আবার এখানে বিভিন্ন বিল্ডিংয়ে কার্যত অবহেলায় পড়েছিল বহু দুস্প্রাপ্য তৈলচিত্র। সেগুলিও একত্রিত করে প্রদর্শনের চিন্তাভাবনা চলছে। সবমিলিয়ে একটি জমজমাট হেরিটেজ ট্যুর হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাস ঘিরে। আপাতত বিভিন্ন অংশের সংস্কারের কাজ চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এটা সম্পূর্ণ হলেই তৈরি হবে রূপরেখা। ছুটির দিনে এই ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখতে পারবেন আপনিও।
You must be logged in to post a comment.