এবার লড়াই জুনিয়র চিকিৎসক বনাম জুনিয়র চিকিৎসকদের। শনিবার ‘জুনিয়র ডক্টরস ফ্রন্টে’র ডাকা গণ কনভেনশনের সময়ই আত্মপ্রকাশ করে জুনিয়রদের আরেকটি সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন’।
নতুন এই সংগঠন মূলত সেই সকল চিকিৎসকদের, যাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে। প্রথমে তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ‘জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। এবার পাল্টা দিয়ে দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের বিরুদ্ধে ‘অভয়া’র নামে অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগে সরব হয়েছেন তাঁরা। থ্রেট কালচার চালানোয় অভিযুক্ত ৫৩ জনের সংগঠন ৮ দফা দাবিতে চিঠি দিল মুখ্যসচিব মনোজ পন্থকে। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মেইল পাঠানো হয়েছে মুখ্যসচিব মনোজপন্থকে।
স্বাভাবিক ভাবে সেই মেইলে রয়েছে অভয়ার সুবিচার, হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নের দাবি। তবে রাজ্য সরকারের কাছে যে দুটি বিষয় বিশেষ করে খতিয়ে দেখার কথা বলেছেন তাঁরা সেগুলি হল, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তহবিলের সাড়ে চার কোটি টাকার উৎস কী? তা খতিয়ে দেখা হোক।