প্রতিভা যে কোথায় লুকিয়ে থাকে কে জানে। সেরকমই একজন ডুয়ার্সের সোনমরিকা। সে সুযোগ পেয়েছে বলিউডের প্রখ্যাত অভিনেতা তথা প্রযোজক আমির খানের বহুচর্চিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। এই খবর জানাজানি হতেই খুশির হাওয়া ডুয়ার্স জুড়ে।
পার্বত্য এলাকা কালিম্পং জেলার ডুয়ার্সের নাগরাকাটা সংলগ্ন গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলা। এই গ্রামের বাসিন্দা রাজেন তামাং ও রমলা তামাং। তাদের কন্যা সোনমরিকা। কালিম্পঙের প্রত্যন্ত এলাকার মেয়ে আমির খানের সঙ্গে অভিনয় করছেন, এতেই খুশির লহর ছড়িয়েছে গরুবাথান অঞ্চলে। বৃহস্পতিবার এই খুশিতে সোনমরিকাকে এক অনুষ্ঠানে খাদা পড়িয়ে সন্মানিত করা হয়। স্থানীয় সমাজ কর্মী মহেশ্বর প্রধান জানান, সোনমরিকা আমাদের এই পাহাড়ি এলাকার গর্ব। নিজের প্রতিভার জেরেই আমির খানের প্রডাকশনে কাজ করার সুযোগ পেয়েছে। আমরা ওর সাফল্য কামনা করি।
নিজের কথায় সোনমরিকা জানান, ছোট বেলা থেকে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন সফল হতে যাচ্ছে। নিজের অভিনয় মেলে ধরে আরও দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাপা, সঞ্জয় শর্মা, অগম রাই সহ অন্যান্যরা।
You must be logged in to post a comment.