জঙ্গলে লেগে যাওয়া আগুন মঙ্গলবার ভোরে পুড়িয়ে দিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খালি তেল ট্যাংকারকে। দমকল পৌঁছানোর আগেই অবশ্য বনদপ্তর ও স্থানীয়রা তা নিভিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আমাঝরনা জঙ্গলে বারবার জঙ্গলে আগুন লাগা নিয়ে চিন্তায় বনদপ্তর ও প্রশাসন।
সোমবার বিকেল থেকে মেদিনীপুর সদর এলাকার মুড়াকাটা ও আমাঝরনা জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। রাতে সেই আগুন জঙ্গলের গভীর পর্যন্ত ছড়িয়ে যায়। অনেক ছোট গাছ সহ জঙ্গলের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে।
আমাঝরনা জঙ্গলের পাশেই বেশ কিছুদিন ধরে রাস্তার ওপর দাঁড় করানো ছিল বিকল হয়ে যাওয়া একটি খালি তেল ট্যাংকার। মেরামত করে নিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন গাড়ির মালিক। তার আগেই সোমবার ভোরে জঙ্গলের ছড়িয়ে যাওয়া আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা গাড়িতে। স্থানীয়রা দেখতে পেয়ে নিজেরা উদ্যোগ নেয়, সঙ্গ দেয় বনদপ্তরও। অন্যদিকে খবর পেয়ে মেদিনীপুর থেকে রওনা দেয় দমকল বাহিনী। তবে দমকল বাহিনী পৌঁছে যাওয়ার আগেই সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনে বনদপ্তর ও স্থানীয়রা।
গত এক মাস ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলে বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনায় উদ্বিগ্ন দমকল থেকে বনদপ্তরও। সাধারণ মানুষকে মাইকিং করে ও বিভিন্ন পদ্ধতিতে অনুরোধ করেও পরিকল্পিতভাবে এই আগুন লাগানো থেকে সরাতে পারেন কেউ। সোমবার সন্ধ্যার পর মুড়াকাটার জঙ্গলে লাগানো আগুন ছিল সবথেকে ভয়ানক। জঙ্গলের অনেকটা গভীর পর্যন্ত ছড়িয়ে নষ্ট করেছে জঙ্গলের অনেক কিছুই।
You must be logged in to post a comment.