কলকাতার একটি বাড়িতে আগুন লেগে আজ এলাকায় আতঙ্ক ছড়াল। স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ঘটনাস্থলে পৌঁছায়। বেহালার রায় বাহাদুর রোডে আগুন লাগার ঘটনাটি ঘটে। জানাগেছে, সোমবার সকালে এলাকার পাইকপাড়া রোডে একটি বাড়ি থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুন বেরোতে দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৬ ইঞ্জিন পৌঁছায় বলে জানা গিয়েছে। দমকলের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়ির একটি ঘরে বৈদ্যুতিন সরঞ্জামের একটি গুদাম ছিল। এদিন সকালে ওই বাড়ির মালিক পুজো করে ওই ঘরে ধূর জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পরে তাঁকে স্থানীয়রা ফোন করে জানান যে, তাঁর বাড়িতে আগুন লেগেছে। ওই ধূপ থেকে আগুন ছড়িয়েছে বলে দমকল প্রাথমিক অনুমান করেছে।
