হাওড়া শিবপুর থানার অন্তর্গত মনসাতলা দ্বিতীয় হুগলি সেতুর নিচের রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নর খুব কাছে শুক্রবার ভোররাতে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে। সেখানে প্রচুর পরিমাণে জমা করে রাখা বাঁশ-কাঠ ও খড় রয়েছে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
এক স্থানীয় বাসিন্দা আচমকা আগুন দেখতে পান। তিনি চিৎকার করে আশেপাশের লোকজনকে খবর দেন। এরপর শিবপুর থানায় খবর দেওয়া হয। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায়। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
গত কয়েক মাস আগে নবান্নর কাছে একটি সরকারি অফিসের পেছনে আগুন লেগেছিল। কি করে আগুন লেগেছে তা স্পষ্ট জানা যায়নি। যদিও দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কেউ বিড়ি-সিগারেট খেয়ে এখানে ফেলেছে যার ফলে এই আগুন লাগে।
স্থানীয় বাসিন্দার কথায়, ‘এখানে কয়েকদিন আগে একজন ঘর করার জন্য এসেছিল তাকে বারণ করা হয় সেদিন হুমকি দিয়েছিল যে আবার এখানে আগুন লাগিয়ে দেবে সম্ভবত ওই ছেলেই এই আগুনের ঘটনাটি ঘটিয়েছে।’ তবে আতঙ্ক এখনও কাটেনি। আগুনের ঘটনায় কোন হতাহতের খবর নেই।
নবান্নের কাছে ওই ব্রিজের নিচে এর আগে একইভাবে আগুন লেগেছিল ঠাকুর নির্মাণ করা বাঁশ, কাঠ ও খড়েতে। এরপরেও কি করে ওই ব্রিজের নিচে আবারো জমা করে রাখা ছিল বাঁশ কাঠ খড় তার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।