ব্রেকিং নিউজ রাজ্য

গাছের ডালে জোড়া দেহ উদ্ধার, চাঞ্চল্য

গাছের ডালে দুই যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলের রণঘাট এলাকায়। দুটি মৃতদেহই উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চাঁচল সুপার স্পেশালিটি পাঠিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাইফুদ্দিন(২৬)। বাড়ি ধানগাড়া-বিষণপুর পঞ্চায়েতের রণঘাট গ্রামে। অন্যদিকে, মৃত কিশোরীর নাম নায়েমা খাতুন(১৬)। বাড়ি ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরানপুর গ্রামে। ওই যুগল আত্মহত্যা করেছে নাকি খুন, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবক সাইফুদ্দিন পরিযায়ী শ্রমিক। সম্প্রতি বাড়ি ফিরেছে। তার আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

গোটা ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও বাসিন্দারা। পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদে দুজনেই আত্মহত্যা করেছে। কী কারণে ওই যুবক ও কিশোরী আত্মঘাতী হয়েছে? সেই সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছে চাঁচল থানার পুলিশ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার পিছনে প্রণয়ঘটিত যোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আত্মঘাতী যুবক ও কিশোরীর মধ্যে ‘ঘনিষ্ঠতা’ ছিল। যুগল ‘সম্পর্কে’ ছিল। একে অপরকে ভালোবাসত। কিন্তু বাড়ি থেকে তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। সেই কারণেই ওই যুগল এভাবে একসঙ্গে আত্মঘাতী হয়েছে কিনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? অথবা, তাদের খুন করা হয়েছে কিনা? সবটাই খতিয়ে দেখছে পুলিশ।