নিম্নচাপ থেকে রেহায় নেই বাংলার। দুর্বল হয়ে নিম্নচাপের রূপে বাংলায় এল জাওয়াদ। ফলে রাতভর বৃষ্টি হয়েছে বাংলার বড় অংশে। সোমবার সকালেও আবহাওয়ার কোন উন্নতি হয়নি। মেঘাচ্ছন্ন আকাশ। একনাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। টানা বৃষ্টিতে জলও জমে গেছে নীচু জায়গায়। বৃষ্টিতে জলে ডুবেছে ধান জমিও। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন কৃষকরা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ভারী বৃষ্টির পর মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। জাওয়াদের প্রভাবেই দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হচ্ছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ধীরে ধীরে কমবে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস।
সুস্পষ্ট নিম্নচাপ বাংলা উপকূলে। আরও শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে জাওয়াদ বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। আজও দিনভর ভারী বৃষ্টির সর্তকতা বাংলাদেশ লাগোয়া তিন জেলায়।
সমুদ্র উপকূলে আজও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার ওড়িশা উপকূল থেকে নিম্নচাপটি আরও উত্তরপূর্বে সরেছে বলে জানা গিয়েছে। ১০ কিলোমিটার প্রতিঘণ্টা বেগে এগোচ্ছে জাওয়াদ।