জেলা ব্রেকিং নিউজ

টিটাগরে বোমা বিস্ফোরণে প্রাণ গেল শিশুর

টিটাগড়ে বোমা বিস্ফোরণে জখম শিশুর মৃত্যু হল আজ ভোর রাতে। দু’দিন ধরে আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই শিশু। সোমবার ভোররাতে শেষ হয় জীবনযুদ্ধ। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দায় সরব বিধায়ক রাজ চক্রবর্তী। বোমা বিস্ফোরণে শিশুর প্রাণহানির নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলেই দাবি করেন তিনি।

দুদিন আগে টিটাগর থানার অন্তর্গত এম জি রোড পুরান বাজার এলাকায় বিশ্বকর্মা মন্দিরের পেছনদিকে আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয় চার বছরের একটি শিশু।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে খেলা করছিল শিশুটি। কিন্তু হঠাৎ বিস্ফোরণের ঘটনায় হতভম্ব হয়ে যায় গোটা এলাকা। আহত শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইরকম একটি এলাকায় কে বা কারা বোমা রেখে গিয়েছে সে বিষয়ে স্থানীয়রা কেউ কিছু বলতে পারেনি। হাতে ও পায়ে গুরুতর চোট নিয়ে প্রথমে বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। বোমা বিস্ফোরণে শিশুর প্রাণহানির ঘটনায় বিধায়ক রাজ চক্রবর্তীর দাবি, পুরভোটের আগে বোমা মজুত করে রেখেছিল বিজেপি। তাদের মজুত করা বোমা বিস্ফোরণ প্রাণ গেল এই শিশুর। এই ধরনের ‘মর্মান্তিক’ ঘটনা মেনে নেওয়া যায় না বলেই জানান রাজ। ওই রকম জায়গায় বোমাটি কোথা থেকে এল, তার তদন্ত করছে পুলিশ বলেই জানান তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।