বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হাওড়ায়। খেলতে খেলতে একটি পরিশুদ্ধ পানীয় জলের বৈদ্যুতিক মেশিনে জল পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১২ বছরের একটি শিশুর। হাওড়ার শিবপুর কাজিপাড়া এলাকার ঘটনা। মৃত শিশুর নাম ইরফান খান।
শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকাজুড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইরফান ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। অন্যান্য দিনের মতো শনিবারও বাড়ির কাছে একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল সে। এরপর খেলতে খেলতে মাঠের পাশেই একটি পরিশুদ্ধ পানীয় জলের মেশিন থেকে জল খেতে যায় সে। আর তাতেই ঘটে যায় বিপত্তি।
প্রতীক্ষদর্শীরা জানান, কয়েক দিন আগেই এক ধর্মীয় অনুষ্ঠানের জন্য লাইটের তার লাগানো হয়েছিল। সেই তার-ই জলের ফিল্টারের উপর এসে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মাটিতে লুটিয়ে পড়ে সে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার বাসিন্দারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তাঁরা ইরফানকে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিবপুর থানার পুলিশ। বিদ্যুতের তারটি কী ভাবে ওই পানীয় জলের মেশিনের উপর এসে পড়ল এবং এই ঘটনায় কারও কোনওরকম গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারও গাফলতি ধরা পড়লে তার বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।