ভরসন্ধ্যায় খুন হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়ায়। মৃত ব্যবসায়ীর নাম পার্থসারথি বিস্বাস(৪০)। ভরা বাজারের মধ্যে এক ব্যবসায়ী খুনে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
সোমবার সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ হাবড়ার নগরউখড়া মোড়ের কাছে শ্রীপুর এলাকায় খুন হন পার্থবাবু। ওই সময় তিনি নিজের আসবাবপত্রের দোকানেই ছিলেন। খুনের পিছনে ব্যবসায়িক লেনদেনই কারণ বলে জানতে পেরেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা যায়,সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ শ্রীপুরের বাসিন্দা ওই ব্যবসায়ী নিজের দোকানেই ছিলেন। ওই সময় তার সঙ্গে দেখা করতে আসে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সমীর সরকার ওরফে সাধু। তাঁকে নিয়ে দোকানের দোতলায় যান পার্থবাবু। কিছু সময় পর ওই স্বর্ণ ব্যবসায়ী বেরিয়ে যান। তখনই দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় নেমে আসেন পার্থবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতটা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা যায়, কামারথুবা নবপল্লির বাসিন্দা সমীর দীর্ঘ দিন ধরেই সুদের কারবার করত। পার্থ বাবুর কাছ থেকে টাকা ধার নিয়েছিল সে। কিন্তু বারবার চেয়েও সেই টাকা ফেরত পাচ্ছিলেন না পার্থবাবু, বরং তাঁকে এড়িয়েই চলছিল সমীর। আচমকাই আজ দোকানে ঢুকে ধারালো ছুরি দিয়ে পার্থবাবুর গলায় কোপ দিয়ে তাঁকে খুন করে। পুলিশ সমীরকে গ্রেপ্তার করতে তল্লাশি চালাচ্ছে।