এবারে কলকাতা পুর ভোটের তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছে একঝাঁক নতুন মুখ। প্রার্থীতালিকা প্রকাশের আগে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন অন্তত ৩৯ জন। বাদ যাওয়া ব্যক্তিদের সংগঠনের কাজে লাগানো হবে বলে জানান তিনি।
যারা বাদ গিয়েছেন তারা হলেন, ১ এবং ২ নম্বর ওয়ার্ডের যথাক্রমে সীতা জয়সয়ারা এবং পুষ্পালী সিনহা। ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক পার্থ মিত্র। বাদ গিয়েছে ১২ নম্বর ওয়ার্ডের প্রণতি ভট্টাচার্য, ১৬ নম্বর ওয়ার্ডের সাধন সাহা, ২৫ নম্বর ওয়ার্ডের স্মিতা বক্সি, ৩১ নম্বর ওয়ার্ডের সুনন্দা গুহ, ৪০ নম্বর ওয়ার্ডের স্বপ্না দাসও। ৪৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক সত্যেন্দ্রনাথ দে।
৫১ নম্বর ওয়ার্ডের সঞ্চিতা মণ্ডল, ৬০ নম্বর ওয়ার্ডের কাইজার জামিল, ৬৪ নম্বর ওয়ার্ডের ইকবাল আহমেদ, ৭৩ নম্বর ওয়ার্ডের রতন মালাকার, ৮৩ নম্বর ওয়ার্ডে মঞ্জুশ্রী মজুমদার এবং ৯৩ নম্বর ওয়ার্ডে রতন দে। এছাড়াও ৯৪ নম্বর ওয়ার্ডের অর্চনা সেনগুপ্ত, ১০০ নম্বর ওয়ার্ডের সুস্মিতা দাম, ১০৬ নম্বর ওয়ার্ডের মধুমিতা চক্রবর্তী, ১১৯ নম্বর ওয়ার্ডের অশোকা মণ্ডল, ১২৬ নম্বর ওয়ার্ডের শিপ্রা ঘটক, ১৩৮ নম্বর ওয়ার্ডের তপশিরা বেগম, ১৩৯ নম্বর ওয়ার্ডের আফতাবউদ্দিন আহমেদ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম।বদলে একঝাঁক নতুন মুখ রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়।