গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। মৃত অন্তত ২। ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার পালনপুর থানার অদূরে ৫৮ নম্বর জাতীয় সড়কের আরটিও-র পাশে রেললাইনের উপর নির্মীয়মাণ সেতুর একটি খুঁটি এবং ছ’টি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ে।
মর্মান্তিক এই সেতু দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম অজয় শ্রীমালি ও ময়ূর পারমার। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তার খোঁজ চলছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেতু দুর্ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা দেখা যাচ্ছে, সেতু ভেঙে চালক ও আরোহী-সহ একটি অটোরিকশা এবং একটি ট্রাক্টর চাপা পড়ছে। জানা গিয়েছে, অটোরিকশাটি সেতুর নিচে দাঁড় করানো ছিল। তাতে একজন বসেছিলেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে গুজরাট পুলিশ। অন্যদিকে, ভেঙে পড়া সেতুর নির্মাণের ক্ষেত্রে কোনও গাফিলতি বা দুর্নীতি ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা।