উদ্বোধনের আগেই মঙ্গলবার বিহারের আরারিয়ায় একটি নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়ল। বাকরা নদীর ওপর কয়েক কোটি টাকা ব্যয় করে নির্মিত কংক্রিটের সেতুটি কয়েক সেকেন্ডে ভেঙে পড়ে।
জানা গেছে, ভেঙে পড়ার আগে সেতুটি এক দিকে কাত হয়ে ছিল। এই সময় সেতুটির কাছে অগণিত উৎসাহী মানুষ জড়ো হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভেঙে পড়া অংশ কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে যায় এবং লোকজন নিরাপদ দূরত্বে ছুটতে থাকে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, সেতুর অবশিষ্ট অংশের ধারেকাছে বিপজ্জনকভাবে অনেকে দাঁড়িয়ে আছেন।
যদিও এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গেছে। ধসে পড়া অংশের একটি বড় অংশ নদীর ওপর নির্মিত হয়েছিল। বাকরা নদীর তীরে নির্মিত অংশটি অক্ষত রয়েছে।
সূত্রের খবর, বিহারের আরারিয়া জেলার কুরসাকান্ত ও সিকতির মধ্যে যাতায়াত সহজ করার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে।
সিকতির বিধায়ক বিজয় কুমার বলেন, “নির্মাণ সংস্থার মালিকের অবহেলার কারণে সেতুটি ভেঙে পড়েছে। আমরা প্রশাসনের তদন্ত দাবি করছি।”
এর আগে এই বছরের মার্চে বিহারের সুপলে একটি নির্মীয়মাণ সেতু ধসে একজন নিহত এবং কয়েকজন আটকা পড়েছিল।