দেশ ব্রেকিং নিউজ

মুম্বইয়ের এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

মুম্বইয়ের এক ২০ তলার আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে এই আবাসনে আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের ১৩টি ইঞ্জিন। সূত্রের খবর, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৬ জনের। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গান্ধি হাসপাতালের উল্টো দিকে কমলা বিল্ডিং নামে এই আবাসনে সকাল সাতটা নাগাদ আগুন লাগে। দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনায় স্বাভাবিক কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে দমকল ও প্রশাসন।পাঁচটি অ্যাম্বুল্যান্স কারীদের হাস্পাতালে ভর্তি করতে ব্যবহার করা হচ্ছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় ভাটিয়া হাসপাতালে। ভর্তি রয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে ১২ জন রয়েছেন জেনারেল ওয়ার্ডে, তিনজনকে ভর্তি করতে হয়েছে আইসিইউ-এ।

১৩টি দমকলের ইঞ্জিন ছাড়াও অতিরিক্ত ১২টি জলের ট্যাঙ্কের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত আগুণের কারণ স্পষ্ট করে বোঝা যায়নি। বিধ্বংসী এই আগুনকে বেশ কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর।