বাবুর জন্মদিন বলে কথা। তাই এলাহী আয়োজন। পাশাপাশি সেলিব্রিটিদের নিয়ে কেক কাটা থেকে হই হুল্লোড় বাদ থাকল না কিছুই।
বাবুর ৩৪ তম জন্মদিনে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিনোদন জগতের নক্ষত্রদের চাঁদের হাট বসল। এই স্পেশাল দিন উদযাপন করতে হাজির ছিলেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতারা। হাজির ছিলেন মীর, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক সহ একাধিক তারকারা। বাবুর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে কলকাতার বিখ্যাত আলিপুর চিড়িয়াখানায় রোজ ভিড় জমান। কিন্তু আজকে তার জন্মদিনের উপলক্ষ্যে আয়োজন ছিল একেবারে জমজমাটি।
আলিপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষ প্রতিবছরের মত এবারও তার জন্মদিন পালন করল। কমপক্ষে প্রায় ৫ কোটি মানুষ ইতিমধ্যে তার দর্শন করেছেন। উল্লেখ্য ১৯৯৮ সালে চেন্নাই থেকে এই শিম্পাঞ্জি বাবুকে কলকাতার বিখ্যাত আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। তারপর থেকে তার বাসস্থান কলকাতার চিড়িয়াখানা। আর তার জন্মদিনে এই আয়োজনে খুশি বাবু নিজেই।
কেক কাটার সেলিব্রেশনে নিজে হাজির না থাকলেও তার ডামি কে সামনে রেখে ৩৪ তম জন্মদিন পালন করা হয়। এই অনুষ্ঠানে হাজির হয়ে খুশি অভিনেতা ও সঞ্চালক মীর জানান, আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেভাবে আয়োজন করেছেন, তাতে বাবুর জনপ্রিয়তা আরো বেশি বাড়বে। এখন বাবু সিঙ্গেল। হয়তো আগামী দিনে মিঙ্গল হবে। তবে তার এই জন্মদিনে হাজির হয়ে খুশি সবাই। এদিন বাবুকে শুভেচ্ছা জানানোর জন্য উইশ বোর্ডও রাখা হয় আলিপুর চিড়িয়াখানায়। যেখানে সেলিব্রিটি থেকে সাধারণ দর্শক সকলেই বাবুকে তার ৩৪ তম জন্মদিনের শুভেচ্ছা বার্তা অঙ্কিত করেন।