A Bengali photo journalist died by the attack of covid-19. Presently he lived in New York.
বাংলাদেশ

করোনায় বাঙালি চিত্র সাংবাদিকের মৃত্যু

চিকিৎসার জন্য ভারতে আসার কথা ছিল তাঁর। তবে আসতে পারলেন না। তার আগেই নিউ ইয়র্কে বাংলাদেশের সিনিয়র চিত্র সাংবাদিক এ হাই স্বপনের মৃত্যু হল করোনায়। চীন, ইতালি, স্পেনের পর আমেরিকায় দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। সাংবাদিক স্বপনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে করোনা পজিটিভ ধরা পড়ে।
জানা গিয়েছে, বাংলাদেশের দৈনিক সংবাদপত্র মানবজমিনে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এছাড়া কাজ করেছেন বাংলাবাজারে। বাংলাদেশের সাংবাদিক আব্দুর রহিম তাঁর মৃত্যুর খবর ফেসবুকে জানিয়েছেন। নিউ ইয়র্কে থাকলেও কিছুদিনের মধ্যে নিজের দেশ বাংলাদেশে ফিরবেন বলে ঠিক করেছিলেন স্বপন। কিন্তু স্বদেশে ফেরা আর হল না তাঁর।
কুইন্স হাসপাতালে রাত ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বপন। কিডনির সমস্যায় থাকলেও এভাবে করোনা প্রাণ কেড়ে নেবে তা কেউই ভাবতে পারেননি। বাংলাদেশের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্বপনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অনেকেই।