দেশ লিড নিউজ

রাজস্থানের রামগড়ে ১৫-র কিশোরীকে ধর্ষণ করে খুন! গ্রেফতার ২

রাজস্থানের সিকার জেলার রামগড় এলাকার এক ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন কিশোরকেও সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে।

চুরু জেলার বাসিন্দা মেয়েটি শনিবার থেকে নিখোঁজ ছিল। তার দেহ সিকার জেলার রামগড় থেকে পাওয়া গিয়েছে। নিহতের পরিবারের দায়ের করা নিখোঁজ অভিযোগের ভিত্তিতে, তদন্ত শুরু করা হয় এবং সোমবার দেহটি উদ্ধার করা হয়। সিকার জেলার পুলিশ সুপার অনিল প্যারিস দেশমুখ বলেন- “দুই ব্যক্তি — সমীর এবং গুলামকে গ্রেফতার করা হয়েছে এবং একজন কিশোরকে আটক করা হয়েছে; তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” তিনি আরও জানান, একটি মেডিকেল বোর্ড দ্বারা একটি ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) এবং ৩৭৬ (ধর্ষণ) ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।