রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে উঠে এসেছে রাজনৈতিক হিংসার ছবি। হাতিয়ারা-জ্যাংড়ার ২ নম্বর বুথেও দেখা দিয়েছিল বিক্ষিপ্ত অশান্তি। যার জেরে স্থানীয়রা ভোট বয়কটের সিদ্ধান্ত নেন। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা গেল, ওই বুথেই ভোট পড়েছে ৯৫ শতাংশ। কিন্তু কীভাবে সম্ভব হল এমন অসম্ভব? সেকথা জানতে রাজ্য পুলিশের ডিজি-আইজিকে তদন্ত করতে বলল কলকাতা হাইকোর্ট।
নির্বাচনের দিন রাজারহাটের হাতিয়ারা-জ্যাংড়ার ২ নম্বর পঞ্চায়েতের আব্দুল কালাম কলেজে ভোটগ্রহণকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বাসিন্দাদের ভোট দিতেই দেওয়া হয়নি। ভোট দিতে গেলে রীতিমতো হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। তারপরই স্থানীয়রা ভোট বয়কট করেন বলে মামলাকারীদের অভিযোগ।
যে বুথে ভোটাররা ভোটই দেননি, সেই বুথে ৯৫% ভোট পড়ল কীভাবে প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখে পড়েন রাজারহাটের বিডিও। বিচারপতি সিনহা বলেন, একজন পুলিশ আধিকারিককে নিয়োগ করে ঘটনার অনুসন্ধান করবেন ডিজি এবং আইজি। ৩ অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এমনিতেই কোনও বুথে ৯০ শতাংশ ও তার বেশি ভোট পড়লে কমিশন সেই বুথে প্রিসাইডিং অফিসারের থেকে খোঁজ নেয়, রিপোর্ট চায়। এই বুথের ক্ষেত্রে কমিশন এমন কোনও পদক্ষেপ করেছিল কিনা তা জানা যায়নি।