প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর গোটা দেশের পরিসংখ্যান বলছে তৃতীয় ঢেউয়ের সময়কাল শুরু হয়ে গিয়েছে। করোনা ভ্যাকসিন আসার পর সাময়িকভাবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের ফুলে-ফেঁপে উঠেছে এই ভাইরাস। দোসর হয়েছে তার নতুন প্রজাতি ওমিক্রণ।
তথ্য অনুযায়ী একদিনে দেশে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজারেরও বেশি মানুষ এবং ৭০ হাজারেরও বেশি বেড়েছে অ্যাকটিভ কেস। গোটা দেশে তীব্র গতিতে ছড়িয়ে পড়তে চলেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে একদিনে করোনা থাবা বসিয়েছে ৯০ হাজার ৯২৮ জনের শরীরে। পটিজিভিটি রেট এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৬.৪৩ শতাংশ। অন্যদিকে শুধুমাত্র গোটা দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬৩০ জন। আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র, আক্রান্ত ৭৯৭ জন। তারপর হয়েছে দিল্লি, এখানে আক্রান্ত হয়েছেন ৪৯৫ জন। রাজস্থানে আক্রান্ত ২৩৬, কেরালায় আক্রান্ত ২৩৪ জন। কর্ণাটকে ২২৬, গুজরাটে ২০৪, তামিলনাড়ুতে আক্রান্ত ১২১জন এবং পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত ২০ জন।
মারণ ভাইরাসের কবলে পড়ে গত একদিনে দেশে মৃতের সংখ্যা ৩২৫। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জন। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ১ জন। সারাদেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ৮৭৬ জন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪৮ কোটি ৬৭ লক্ষের বেশি মানুষের টিকাকরণ হয়েছে।