মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনায় মৃত ১ বাংলাদেশী সহ ৯ ভারতীয় নাগরিক। মালদ্বীপের ক্যাপিটাল মলে বুধবার গভীর রাতে একটি গাড়ি রাখার গ্যারেজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সমগ্র বিল্ডিংয়ে। বিল্ডিং -এ থাকা কিছু মানুষ বাঁচার জন্য উঠে যায় সর্বোচ্চ তলায়। ঘটনাস্থলে চলে আসে দশটি দমকলের ইঞ্জিন। বিল্ডিং -এর সর্বোচ্চ তলা থেকে এক বাংলাদেশি সহ নয় ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, বিল্ডিংটি একটি যানবাহন মেরামতির গ্যারেজ ছিল। আর সেই বিল্ডিংয়ের নীচের তলাতেই প্রথম আগুন লাগে। তারপর সেখানে থেকে গোটা ব্লিডিংয়ে ছড়িয়ে পড়ে। প্রায় চার ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে আগুন তবে কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়।
মালদ্বীপের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলের কাছাকাছি একটি স্টেডিয়ামে শিবির তৈরি করে উদ্ধারকাজ চলছে।
মালদ্বীপে ভারতীয় হাই কমিশন টুইট করে জানিয়েছে, ‘এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার দুঃখিত। এই ঘটনায় ভারতীয় নাগরিক সহ একাধিক মানুষের প্রাণ গিয়েছে। মালদ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি।’