ব্রেকিং নিউজ রাজ্য

৯ কামরার ট্রেন ইতিহাস! শিয়ালদহ শাখায় এখন থেকে ১২ কামরার ট্রেন

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ৯ কামরার ট্রেন এবার ইতিহাস হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে ১ জুলাই থেকে শিয়ালদহ দক্ষিণ, মেইন ও উত্তর শাখায় সর্বত্রই ছুটবে ১২ কামরার ট্রেন। শীঘ্রই এই পরিষেবা পাবেন যাত্রীরা। শিয়ালদহ স্টেশন থেকে শহরতলির বিভিন্ন স্টেশনে আগামী পয়লা জুলাই থেকে সম্পূর্ণরূপে ১২ কামরার ইএমইউ লোকাল ট্রেন চালানোর জন্য এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

নতুন আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এবং ইয়ার্ড রিমডেলিং-এর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবং বাকি সামান্য কয়েকটি কাজ অতি দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। শিয়ালদহ ডিভিশনে ৯ কোচের ইএমইউ-এর অনেক রেক ছিল। গত ছয় মাস ধরে এই ডিভিশনের নারকেলডাঙা এবং বারাসাতে ইএমইউ রক্ষণাবেক্ষণ কারশেডগুলিতে অতিরিক্ত মোটর কোচ এবং ট্রেলার কোচ সংযুক্ত করে ৯-কার ইএমইউকে ১২-কার ইএমইউতে রূপান্তর করার জন্য দিনরাত কাজ হয়েছে। শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম এতদিন ১২ কামরার ট্রেন চলাচলের উপযুক্ত ছিল না। সম্প্রতি এই পাঁচটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হয়েছে। ৩০ জুনের মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।