নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানোর আবহে এবার নতুন করে ৮০০ প্রার্থীকে চাকরির নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০০৯-এর উত্তর ২৪ পরগনার পরীক্ষার্থীদের নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা।
সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা উচ্চ আদালত ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে। মোট ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল ঘোষণা করে দিয়েছে আদালত। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্পেশাল লিভ পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। তারই মধ্যে এবার আগামী ২ মাসের মধ্যে ৮০০ প্রার্থীকে চাকরির নির্দেশ কলকাতা হাইকোর্টের।
প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। জানা গিয়েছে, ২০০৯ সাল থেকে দুর্নীতি সংক্রান্ত অভিযোগেই আটকে ছিল ওই প্রার্থীদের নিয়োগ। অবশেষে তাঁদের জন্য এল সুখবর।