মঙ্গলবার ভারত বন্ধের ডাক দিলেন আন্দোলনরত কৃষকরা। এমনকী তাঁদের হুঁশিয়ারি ওই দিন, ৮ ডিসেম্বর দিল্লিতে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হবে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা। কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্র যে তিনটি কৃষি আইন এনেছে তা প্রত্যাহার করতে হবে। তা না হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
আইন সংশোধনে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নিজেদের দাবি থেকে একচুলও সরতে নারাজ আন্দোলনকারী কৃষকরা। বৃহস্পতিবার বৈঠকে কোনও রফাসূত্র না বেরোনোয় শনিবার পরবর্তী বৈঠক হবে। কিন্তু তার আগেই সরকারের ওপরে চাপ বাড়াতে এই বন্ধের ডাক কৃষকরা দিলেন বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই চাপকে কিভাবে মোকাবিলা করে নরেন্দ্র মোদীর সরকার।
কৃষক নেতাদের দাবি, বিশেষ সংসদ অধিবেশন ডেকে কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরকারকে। ৫ ডিসেম্বর অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ–লাখোওয়াল) পক্ষ থেকে এমনই ঘোষণা করা হয়েছে। আজ, শুক্রবার ধরলে কৃষকদের বিক্ষোভ–আন্দোলন নবমতম দিনে পড়ল।
লাখোয়াল জানান, আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার দিল্লির সব টোল প্লাজার দখল নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষকরা। ওই দিন টোল সংগ্রহ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামীকাল, ৫ ডিসেম্বর, অর্থাৎ শনিবার ফের বৈঠকে বসার কথা দু’পক্ষের। তার আগেই দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন কৃষকরা। তবে বর্তমানে যমুনার জল যে দিকে গড়াচ্ছে, তাতে তাড়াতাড়ি সমাধানসূত্র বেরোবে বলে মনে হয় না।